শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের কৃতি সন্তান সাদ্দাত পিয়াস পাটোয়ারীর ২টি স্বর্ণপদক জয়

মোঃ নুর ইসলাম, দিনাজপুর সংবাদদাতা : বাংলাদেশ রোলার স্কোটিং ফেডারেশন এর আয়োজনে ৬ষ্ঠ জাতীয় রোলার স্কোটিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতি সন্তান সাদ্দাত পিয়াস পাটোয়ারী ২টি ইভেন্টে অংশগ্রহণ করে ২টিতেই স্বর্ণপদক পেয়ে দিনাজপুরের মুখ উজ্জল করেছে৷ সে গত বছর পঞ্চম জাতীয় রোলার স্কোটিং প্রতিযোগিতায় ও ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়েছিল৷

উল্লেখ্য যে, সে দিনাজপুরের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল হোসেন পাটোয়ারীর নাতী এবং বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী (মোহন) এর ১ম পুত্র৷ আগামী দিনের জন্য সে সকলের দোয়া প্রার্থী৷