
জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেনারেল হাসপাতালে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দেয়ার দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর সদর হাসপাতাল সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে বক্তব্য রাখেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পদক ডঃ মারুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, সাংগঠনিক সম্পাদক রম্নবিনা আক্তার, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারুল, প্রশিক্ষন-গবেষনা ও পাঠাগাড় সম্পাদক রুবি আফরোজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২৫০ বেডের দিনাজপুর জেনারেল হাসপাতালে গাইনী বিভাগ, সার্জারী বিভাগ, অর্থো সার্জারী বিভাগ, মেডিসেন বিভাগ, প্যাথলজি বিভাগ, ইএনটি বিভাগসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে এ অঞ্চলের অসহায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দেয়ার দাবী জানান ।