
জিন্নাত হোসেন : ঢাকা বিশ্বদ্যিালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, আমেনা-বাকী ফাউন্ডেশন পরিচালিত আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর কার্যক্রম খুবই আশাব্যঞ্জক। এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে এর ভূমিকা তাৎপর্যপূর্ণ। এখন এই ফাউন্ডেশনের উদ্যোগে আমেনা-বাকী মহা বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় আমি বিশ্বাস করি স্কুলটির মত এই কলেজও অনগ্রসর মানুষকে এগিয়ে নিতে সাহায্য করবে। শিক্ষা গুরুত্বপূর্ণ সম্পর্কে নতুন কিছু বলার নেই। শিক্ষার বলে সমাজ অগ্রসর হয়। দিনাজপুর চিরিরবন্দরের আমেনা-বাকী মহা বিদ্যালয় এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন শিক্ষা মানুষকে বিকশিত করে। শিক্ষা মানুষকে লাবন্য দেয়, পরিশীলিত করে। শিক্ষা আনে ক্ষমতা, সক্ষমতা তাই মানুষের জন্য শিক্ষা অপরিহার্য্য। যেখানে যতবেশী অশিক্ষিত সেখানকার জীবন প্রণালী তত বেশী পিছিয়ে। যেখানে অশিক্ষা বেশী সেখানে শোষণের হাতিয়ারও বেশী। আর যেখানে যত বেশী শিক্ষিত মানুষ সেখানকার মানুষজন তত বেশী জীবন উপভোগ করে। শিক্ষা ব্যক্তির সাথে সমাজ আলোকিত করে সমাজের সাথে রাষ্ট্র আলোকিত হয়। শিক্ষার গুরুত্ব অশেষ, অপরিসীম। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত উন্নত। অশিক্ষিত মানুষ সভ্যতা বিকাশে অন্তরায়, মানব জাতির শত্রু।
৮ নভেম্বর শনিবার দিনাজুপর চিরিরবন্দর উপজেলার এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে আমেনা-বাকী মহা বিদ্যালয়ের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বরেন্য চিত্র শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাইয়ুম চৌধুরী, সাবেক প্রধান বিচারপতি এটিএম আফজাল, , এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নয়াজিস আলী খান, ধরিত্রী বাংলাদেশ এর সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, ভারতের পশ্চিম বঙ্গের অধ্যাপক ডাঃ প্রত্যুষ চট্টোপাধ্যায়, অধ্যাপক কাজী শহিদুল আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী ও সেক্টর কমান্ডার ফোরামের আহবায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক সামসুল হক।
অনুষ্ঠানে শুরুতেই আমেনা-বাকীর মহা বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন ফলক উম্মোচন করেন এ বি মাতা আলহাজ্ব আমেনা খাতুনসহ সম্মানীত অতিথিবৃন্দ। আলোচনা সভায় সম্মানীত অতিথিবৃন্দদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এ বি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আমজাদ হোসেন।
শেষে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।