শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে অবরোধ চলাকালে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষ

দিনাজপুর প্রতিনিধি: গত মঙ্গলবার দুপুর ১টার দিকে দিনাজপুর-৬ আসনে আওয়ামীলীগের প্রার্থী শিবলী সাদিক মোটরসাইকেল বহর নিয়ে নির্বাচনী প্রচারনায় নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় নবাবগঞ্জ হাসপাতালের সামনে অবরোধ কর্মসূচী পালনকালে বিএনপি’র পিকেটাররা তাদের বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ২জন আহত হয়েছে। পরে উভয়পক্ষই নিজ নিজ দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। এ নিয়ে নবাবগঞ্জে দুপক্ষের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে দুদলের কার্যালয়ের মধ্যস্থানে পুলিশ অবস্থান নিয়েছে।