
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন কে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মারফিদুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
যুবলীগ নেতা মারফিদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার বড় মাগুরা গ্রামের হবিবর রহমানের ছেলে।
রোববার সন্ধ্যা ৭ টার সময় ডিবি উপজেলার মধ্যবসুদেবপুর গ্রাম থেকে তাকে আটক করে।
মামলার তদমত্মকারী কর্মকর্তা ডিবি‘র এস আই বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মারফিদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনকে মারপিট এবং কার্যালয় ভাংচুর মামলার এজাহার নামিয় ২ নং আসামী।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর নবাবগঞ্জ উপজেলায় ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্য প্রহরীদের নিয়োগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনকে পিটিয়ে আহত এবং কার্যালয়সহ বেশ কয়েকটি ভাংচুর করে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ।