দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে তেলভর্তি ট্যাংক লড়ীর চাকায় পিষ্ট হয়ে আলহাজ্ব আমিনুল ইসলাম মন্টু (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের হলদীবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পার্বতীপুর উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃত সামসুদ্দিন মন্ডলের পুত্র আলহাজ্ব আমিনুল ইসলাম মন্টু বাইসাইকেল নিয়ে হলদীবাড়ী বাজারে যাচ্ছিল। এসময় হলদীবাড়ী নামক স্থানে পার্বতীপুর থেকে ফুলবাড়ীগামী একটি তেলভর্তি ট্যাংকলড়ী তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মন্টু হাজী নিহত হয়।