
দিনাজপুর প্রতিনিধি ॥ রাজশাহী হতে চিলাহাটিগামী আন্ত ঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন থেকে চোরাচালানকৃত প্রায় এক লাখ টাকার মালামাল উদ্ধার করেছে রেল পুলিশ।
সোমবার পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পুলিশের সৈয়দপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আহসান হাবিবের নেতৃত্বে এক দল পুলিশ দুপুর সাড়ে ১২টায় পার্বতীপুর রেল স্টেশনের হলদীবাড়ী আউটার সিগনালের কাছে তিতুমীর এক্সপ্রেসকে থামিয়ে ট্রেনের (৫২৫৩ বগির) টয়লেট থেকে ৪০টি সিল্ক জামদানী, ১৭টি জর্জেট শাড়ী, ৪টি থ্রী পিস ও ৮ প্যাকেট কিসমিস উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরির্দশক আঃ সালাম সাংবাদিকদের জানান, রেলে চোলাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এই অভিযান চালানো হয়। তবে মালামাল উদ্ধারের সময় ঘটনাস্থলে কোন মালিক খুজে না পাওয়ায় সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে মামলা দায়ের করা সম্ভব হয়নি।