
মীর কাশেম লালু : দিনাজপুরের বীরগঞ্জে মোছাঃ সজেমা বেগম (২৩) এবং তাজেরীন খাতুন (৪) নামে মা-মেয়ের মৃত দেহ বাড়ীর পাশে পুকুর ধার থেকে উদ্ধার করেছে এলাকাবাসী।
নিহতরা উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা রাজশাহী পাড়া গ্রামের মোঃ ওবায়দুর রহমানের স্ত্রী ও কন্যা।
শনিবার সকাল ৬সকাল প্রতিবেশীরা দুজনরে লাশ পুকুরের ধারে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের নিকট সংবাদ দেয়।
নিহত সজেমা বেগমের স্বামী মোঃ ওবায়দুর রহমান জানান, ভোর ৪টায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি তখন পর্যন্ত আমার স্ত্রী ও কন্যা আমার পার্শ্বে ঘুমিয়ে ছিল।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ বেলাল হোসেন পুকুর পাড় থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।