বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের ফুলবাড়ীতে আশা’র নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা আশার উদ্যোগে  নারী নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষণ কাজের জন্য দল নেত্রীদের নিয়ে  সারাদিন ব্যাপী এক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায়  আশা-৩ সংস্থার ফুলবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে আশার ফুলবাড়ী আঞ্চলিক শাখার ব্যবস্থাপক আমির হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্টানে অন্যাণ্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী আশা-৩ ব্রাঞ্চ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, শিখা ভুমিহীন দলের দলনেত্রী মোছাঃ নাজিরা বেগম, প্রভাতী দলের সভানেত্রী মোছাঃ নাছিমা বেগম, নতুন কুuঁড় দলের হিসাব রক্ষক মোছাঃ দেলোয়ারা বেগম প্রমুখ। উক্ত প্রশিক্ষন অনুষ্টানে ২৫ জন নারী নেত্রী অংশ নেন।