বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

PHulbariদিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক, বিএনপি’র ২, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ১জনের মনোনয়নপত্র দাখিল হয়েছে।

২৩ ফেব্রুয়ারী রবিবার আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচনে ৫জন চেয়ারম্যান, ৫জন ভাইস চেয়ারম্যান ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব’র নিকট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, বিএনপি’র প্রার্থী হিসেবে দুইজন যথাক্রমে উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.সাহাদত আলী (সাহাজুল), জাতীয় পার্টির পক্ষে উপজেলা সদস্য ও জেলা যুগ্ম সা. সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহাদাত আলী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সা. সম্পাদক গোলাম মওলা রঞ্জু, দিনাজপুর শহর ছাত্রলীগের আহবায়ক মো. জাকারিয়া জাকির, জামায়াতে ইসলামী’র উপজেলা সেক্রেটারী মঞ্জুরুল কাদের, উপজেলা বিএনপি’র সাবেক সা. সম্পাদক ও তাঁতী দলের আহবায়ক সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন, স্বতন্ত্র প্রার্থী আবু মুসা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের নিরু শামসুন্নাহার, উপজেলা বিএনপির মিনারা বেগম ও জাতীয় পার্টির হাসিনা পারভিন মনোনয়নপত্র দাখিল করেন।

Spread the love