শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের বাজারে ভারতীয় মরিচ প্রবেশ করায় কমতে শুরু করেছে দাম

মোঃ বেলাল উদ্দিন, দিনাজপুর : এবার ভারতীয় কাঁচামরিচের দখলে বাহাদুর বাজার। বন্যা ও অতি বৃষ্টির কারণে দেশে মরিচের গাছ ধ্বংস হয়ে যাওয়ার ফলে দেশ জুড়ে চলছিল মরিচের আকাল। দাম বৃদ্ধি পেয়ে ২ শত টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছিল দিনাজপুরের কাঁচাবাজারে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমদানিকারকরা ভারত থেকে এলসি’র মাধ্যমে কাঁচা মরিচ নিয়ে আসে বাংলাদেশে। দিনাজপুর অঞ্চলে হিলি স্থলবন্দর দিয়ে এই কাঁচা মরিচ আমদানির মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে।

কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়ে ২ শত টাকা থেকে ২২০ টাকা কেজি দরে বাজারে উঠানামা করতে থাকে। দুস্প্রাপ্য হয়ে উঠে সারাদেশে কাঁচা মরিচ। বর্ষার শেষ মুহুর্তে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ব্যবস্থা গ্রহণ করেন আমদানিকারকরা। ভারত থেকে কাঁচামরিচ দিনাজপুরের বাজারে প্রবেশ করায় ধীরে ধীরে কাঁচা মরিচের দাম কমতে থাকে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ ১ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১ শত টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১ শত টাকায়। ভারতীয় কাঁচা মরিচ দেখলেই খুব সহজেই চেনা যায়। দেশীয় মরিচের তুলনায় ভারতীয় কাঁচা মরিচ একটু বড় ও স্ফীত বা মোটা। এই আমদানিকৃত কাচা মরিচ দিনাজপুর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। ব্যবসায়ীরা দিনাজপুর থেকে এই মরিচ কিনে নিয়ে যায় সারাদেশে বলে জানান, ময়মনসিংহের ব্যবসায়ী আকতার হোসেন পাভেল। ফলে সারাদেশেই মরিচের দাম কমতে শুরু করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।