
সুবল রায়, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে নারীর মতায়ন ও মাবতার উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে আজ রবিবার সকাল ১০ টায় ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উদযাপন উপলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, বিরল মিলনায়তনে, বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের সহযোগীতায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল খায়রুম। এসময় সংগঠনের বিভিন্ন নারীনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।