বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের বিরলে পিস্তল, গুলি ও ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে পুলিশ

সুবল রায়, বিরলঃ দিনাজপুরের বিরলে গতকাল মঙ্গলবার ভোরে উপজলোর র্ধমজৈইন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পিস্তল ও ফেনসিডিল সহ এক জনকে আটক করেছে পুলিশ।

বিরল থানার ওসি আব্দুল হাই সরকার জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্তে একটি দল পুলিশ ভোরে র্ধমজৈইন সীমান্ত এলাকার আলম হোসেনে বাড়ীতে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ১৮ বোতল ফেন্সিডিলসহ তার ছলে কবির হোসনেকে আটক করা হয়েছে। তবে কবির এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে ওসি জানান।

Spread the love