সুবল রায়, দিনাজপুরঃ দিনাজপরের বিরলে শনিবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলা ২ নং ফরাক্কাবাদ ইউনিয়নের গোফরাইল প্রামের (ডিসির মোড়) মহসীন আলীর স্ত্রী রম্নমানা আক্তার (২০) অসাবধনতার বাড়ির বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পরলে মাটিতে পরে যায়। অবস্থা বে-গতিক হলে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।