
সুবল রায়, বিরলঃ দিনাজপুরের বিরলে এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজনে, উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায়, মিলনায়তন হল রুমে আজ বৃহস্পতিবার দুপুরে ৫টি ইউপির ইউনিয়ন পর্যায় নির্বাচিত শ্রেষ্ট শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
এডিপি ম্যানেজার সুজিত কসত্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুলস্নাহ আল খায়রুম, প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক শামু, মোহনা টেলিভিশনের প্রতিনিধি সুবল চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আফজালালুল আনাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, প্রাথমিক শিক্ষা অফিসার প্রত্যুষ কুমার চট্রোপাধ্যায় প্রমুখ।
এসময় প্রধান অতিথি এডিপি’র পক্ষ থেকে ৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, এডিপি’র প্রোগ্রাম অফিসার রিচার্জ তাপস রায়।
সংবাদ প্রেরক, সুবল রায়, বিরল, দিনাজপুর
মোবাইল নং-০১৭১৪৫৫৭৮৪৯