বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের বিরল, পার্বতীপুর ও হাকিমপুরে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বিরল, পার্বতীপুর ও হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিরল ও পার্বতীপুরে জামায়াত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিরলঃ

বিরল উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আ ন ম বজলুর রশিদ  (মোটরসাইকেল) ৫৩, ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনিন্দ্ব আ’লীগ সমর্থিত প্রার্থী ডা. মানবেন্দ্র রায় মানব (ঘোড়া) প্রতীক পেয়েছেন ৪৭,১০২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী একেএম আফজালুল আনাম প্রাপ্ত ভোট ৭৫,৬৪৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থিত প্রার্থী ফিরোজা বেগম সোনা প্রাপ্ত ভোট ৬৪,২২৯।

পার্বতীপুরঃ

পার্বতীপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগ সমর্থিত প্রার্থী হাফিজুল ইসলাম প্রামানিক।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আলহাজ্ব মাওঃ মোঃ আনোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী শাহিদা খাতুন শাহি।

হাকিমপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নিবাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আকরাম হোসেন ( মটর সাইকেল) ২০ হাজার ৪০ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের হারম্ননুর রশীদ (টেলিফোন) পেয়েছে ১৯ হাজার  ৩৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামাত সমর্থিত আমিনুল ইসলাম ২৪ হাজার ৯শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি বিএনপি সমর্থিত হজরত আলী পেয়েছে ১০ হাজার ৪৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আকতারা বানু চৌধুরী পেয়েছে ১৫ হাজার ৭শ ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির বিদ্রেীহী নুরম্ননাহার বেগম পেয়েছেন ১০ হাজার ২শ ভোট। উপজেলার মোট ভোটার সংখ্যা- ৬১ হাজার ৫শ ১৪ জন।

অপরদিকে নয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল দিতে বিলম্ব হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে উপজেলা চত্তরে পুলিশের সাথে জনতার ধাওয়া পাল্টা ধাওয়ায় ২ পুলিশ আহত.হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, রাতে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী ফলাফল দিতে বিলম্ব হওয়ায় জনতা উপজেলা পরিষদ চত্তর ঘেরাও করে। পুলিশ তাদের পরিষদ চত্তর ত্যাগ করার জন্য অনুরোধ করলে তারা পুলিশের উপর হামলা হয়।