বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবীতে গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল নতুন বাজার মাঠে ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাল্টাপুর ইউনিয়ন সভাপতি মোঃ আশরাফুউদৌলা খাঁন (বাবু) এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি মঞ্জুরম্নল ইসলাম (মনজু) বলেন,একদলীয় নির্বাচন প্রতিহত করতে প্রতিটি ভোট কেন্দ্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক নির্বাচন প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগের দুঃস্বাশনের অবসান চায় দেশের মানুষ। লুটপাট, গুম, খুন, দলীয় করণ সহ ব্যর্থ সরকার নিজেদের বাচাতে একদলীয় নির্বাচন করতে চয়ে। সরকারের প্রতি দেশের মানুষের বিন্দু মাত্র আস্থা নেই। আস্থাহীন আওয়ামী লীগ এখন দিশেহারা হয়ে পড়েছে। স্বৈারাচার সরকারের হাত থেকে দেশকে বাচতে মানুষ আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি তথা ১৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা পাতানো নির্বাচন প্রতিহত করতে সব ধরনের প্রস্ত্ততি গ্রহন করেছে। এখনো সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে দেশকে লুটেরা সরকারের হাত থেকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এই সরকারের অধিনে কোন ধর্মের মানুষই নিরাপদ নয়। যে কোন মুল্যে সংগ্রাম কমিটি পাতানো নির্বাচন প্রতিরোধ করতে বীরগঞ্জ-কাহারোল উপজেলাবাসী বদ্ধপরিকর। বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসেই শুরম্ন করেছে লুটপাট, খুন, গুম, হত্যা, সন্ত্রাস, ইসলামকে ধ্বংস, চাঁদাবাজী ও দুর্নীতির রাজত্ব। শেয়ার বাজারের কোটি কোটি টাকা, হলমার্ক কেলেংকারী, বসত্মাভর্তি ঘুষের টাকা, টেন্ডারবাজী, পদ্মা সেতুর অর্থ লুট, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বৈধভাবে গ্রহনের রাজনীতি। দেশের অর্থনীতির মেরম্নদন্ড ভেঙ্গে দিয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য না পেয়ে সর্বশামত্ম হয়েছে। ঘরে ঘরে চাকুরী দেয়ার প্রতিশ্রম্নতি দিয়ে ভোট নিয়ে কাউকে চাকুরী দেয়নি। তারা দেশ ও জাতির সাথে প্রতারণা করেছে।
জনসভায় বীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এরশাদুল, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহম্মেদ সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফজলে আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ভুট্টু, ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম(তৌহিদ), সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক প্রভাষক আবু রায়হান মিলন, যুব দলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মনি, মোঃ মশিউর রহমান, তানভীর চৌধুরী, মমতাজুল করিম তাজু, মোঃ আসাদুলস্নাহ বাদশা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোজাহিদুল ইসলাম মাজু, সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, শাহীন, শিপলু, রয়েল, আতিক, তারেক, লেবু, জনি প্রমুখ বক্তব্য রাখেন।