বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আজ সোমবার বিকেল ৪টায় নিষিদ্ধ গাইড বইসহ আখের আহমেদ সেন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ । পুলিশ তার কাছ থেকে ৩’শ গাইড বই উদ্ধার করেছে। সে ঢাকার বাংলা বাজার পূথিনিলয় প্রকাশনার দিনাজপুর জোনাল ম্যানেজার পদে কর্মরত। সেন্টুর হেফাজত থেকে ২য়, ৩য় এবং ৪র্থ শ্রেণীর একশ করে মোট ৩’শ গাইড বই জব্দ করা হয়েছে। নিষিদ্ধ এই গাইড বই সে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে বিতরনের জন্য নিয়ে আসে বলে জানা গেছে।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বিকেল ৪টার দিকে বীরগঞ্জ মহিলা কলেজে থেকে সরকার নিষিদ্ধ গাইড বইসহ সেন্টুকে আটক করা হয়েছে।