শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের বীরগঞ্জে ২০ জাল ডলার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের । গড ফাদারদের গ্রেফতার দাবী

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জাল ডলার বিক্রি ও প্রতারনার অভিযোগে র‌্যাব সদস্যদের পক্ষ থেকে দায়ের করা পৃথক ২টি মামলায় ৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে থাকা ১২ আসামীকে গ্রেফতার প্রক্রিয়া চলছে।

দিনাজপুরের বীরগঞ্জ থানার এসআই এবং এই চাঞ্চল্যকর মামলার ২টির তদন্তকারী কর্মকর্তা শফিকুজ্জামান জানান, জাল ডলার বিক্রি, প্রতারনা ও র‌্যাব সদস্যদের উপর আক্রমনের ঘটনায় থানায় র‌্যাব-১৩ এর ডিএডি শশধর ভট্টাচার্য বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছে। ওই ২টি মামলায় গত সোমবার পর্যন্ত ৮ জন জাল ডলার ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার এজাহার নামীয় ২০ জন আসামীর মধ্যে ১২ জন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশ এবং র‌্যাব সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৯ জুন দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের মিরাজউদ্দীনের পুত্র করিমুল ইসলাম (৩৫) এর বাড়ীতে জাল ডলার বিক্রির সময় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় করিমুল ও তার সহযোগিরা র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে র‌্যাব সদস্য এএসআই দুলাল ও কনষ্টেবল খায়রুলকে মাথায় কুড়াল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এই ২ জন বর্তমানে রংপুর সেনানিবাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই দিন র‌্যাব সদস্যদের অভিযানে ঘটনাস্থল থেকে ৩৬৪টি জাল ইউএস ডলার এবং ৬টি বিভিন্ন কোম্পানীর রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে করিমুল ও তার সহযোগি সাফিউল ইসলাম (৩৫), আতিকুল ইসলাম (২২), জুহুরুল ইসলাম ওরফে ভাঙ্গা (৩৬), খোরশেদ আলম (২৪), নাজমুল হক (২৫), তারা মিয়া (৩৭) ও ইয়াসমিন (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলায় ২০ জন আসামীর মধ্যে পলাতক ১২ জনের নাম উল্লেখ করে এবং ৭ জন অজ্ঞাত জাল ডলার ব্যবসায়ীকে আসামী করা হয়েছে।

আজ মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘটনাস্থল সাতখামার এলাকায় সরেজমিন গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। ওই এলাকার চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরী বাদশা জানান, এই ঘটনার সাথে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছে। এদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবলু, তার ছোট ভাই আতাহারুল ইসলাম চৌধুরী  হেলাল এবং বীরগঞ্জ থানার প্রত্যক্ষ মদদ রয়েছে। ঘটনার পর থেকে এই ২ জন গা ঢাকা দিয়েছে। এদের ছত্রছায়ায় বীরগঞ্জ উপজেলার একাধিক স্থানে জাল ডলারের রমরমা ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটছে। এব্যাপারে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সভায় আলোচনা করে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়ে কোন প্রতিকার হয়নি।

ওই ইউনিয়নের মেম্বার রজিবুল ইসলাম অভিযোগ করেন, বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরমান হোসেনের সহযোগিতায় এই এলাকায় ডলার ব্যবসায়ীরা সক্রিয় হয়েছে। এব্যাপারে পুলিশ সুপারসহ একাধিক স্থানে অভিযোগ করে কোন প্রতিকার হয়নি। তিনি জাল ডলার ব্যবসায়ী ও প্রতারকদের বিরম্নদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানান।

বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করেন, তার উপজেলাকে অপরাধমুক্ত রাখতে তিনি পুলিশ প্রশাসনকে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু কি কারণে পুলিশ জাল ডলার ব্যবসায়ী ও প্রতারকদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না সে বিষয়ে তিনি অবগত নন। তবে জনসাধারনের দাবী বীরগঞ্জ উপজেলা থেকে জাল ডলার ব্যবসায়ী প্রতারক চক্রদের নির্মুল করতে হবে। এ ব্যাপারে তার নেতৃত্বে রাস্তা অবরোধসহ মানববন্ধন ও প্রতিবাদ সভাও হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরমান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে জাল ডলার ব্যবসার ঘটনায় কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।