শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের রাণীরবন্দরে নজরুল পাঠাগার ও ক্লাবের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.একেএম নুর-উন-নবী বলেছেন, জাতীয কবি কাজী নজরুল ইসলাম মানবপ্রেমে উদ্ধুধ হয়ে কল্যানেরবানী ছড়িয়েছেন ভাবাবেগের মাধ্যমে সাহিত্য ও কাব্যিকতায়। তিনি জীবদ্দশায় সারাক্ষন দেশ জাতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে কাজ করে গেছেন।

তিনি ছিলেন বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক। যিনি সাহিত্য-কবিতা ও  গান লেখনির মাধ্যমে  মানুষের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সারাটি জীবন সংগ্রাম করে গেছেন। তার চেতনা কে আমাদেও নতুন প্রজন্মকে লালন করতে হবে এবং সমাজে এর প্রতিফলন ঘটিয়ে সখল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

গতকাল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে নজরুল পাঠাগার ও ক্লাব  এর ৬০ বছর পুর্তিতে আয়োজিত ২ মাস ব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী দিনে গতকাল ক্লাব মঞ্চে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত কথা গুলি  বলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.একেএম নুর-উন-নবী।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগার ও ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সভাপতি লুৎফর রহমান। অলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরোও বক্তব্য রাখেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নজরুল গবেষক ও প্রখ্যাত সংগীত শিল্পী ড. সংগীতা চৌধুরী, সুশিল ভট্টাচার্য, উদয় ঘোষাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  নজরম্নল পাঠাগার ক্লাবের ৬০ বছর পুর্তি উদযাপন কমিটির আহবায়ক মোশাররফ হোসেন নান্নু।

আলোচনা সভায় বক্তারা আরোও বলেন, নজরুল আমাদের চেতনা ও আদর্শ। বাংলাদেশের প্রত্যন্ত মফস্সল শহর দিনাজপুরের চিরিরন্দরের রাণীরবন্দরের মত জায়গায় নজরুলকে আদর্শ হিসেবে নিয়ে এ অঞ্চলের যুব শক্তিকে অসামাজিক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এটি অত্যন্ত প্রশংসার যোগ্য। আমরা চাই আমাদের দেশের যুব শক্তিকে নজরুলের মত বিভিন্ন অপকর্ম ও সাম্রাজ্যবাদ শক্তির বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা রাখবে। তারা নজরুলের আদর্শকে লালন করে নিজেদেরকে বিশ্বের দরবারে একজন বাঙালী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। আলোচনা সভা শেষে নজরুল গবেষক ও প্রখ্যাত সংগীত শিল্পী ড. সংগীতা চৌধুরীসহ স্থানীয় সাংস্কৃতিক সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

নজরুল পাঠাগার ও ক্লাবের ৬০ বছর পুর্তি উপলক্ষে গত ১৩ এপ্রিল ২০১৪ থেকে ক্লাব মঞ্চে বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক সমাজ সচেতনতামুলক কর্মকান্ডের মধ্য দিয়ে কর্মসূচী পালিত হয়ে আসছে।