সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের রামনগরে স্লাব ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক দুর্ঘটনায় পতিত

বেলাল দিনাজপুর ॥ গতকাল সোমবার ভোরে দিনাজপুর শহরের ইন্দ্রা মোড়ের বহু আলোচিত ভাঙ্গা ড্রেনের স্লাবে চাঁকা আটকিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে একটি সিমেন্ট বোঝাই ট্রাক। বেলা ৩টা পর্যন্ত ট্রাকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দিনাজপুর পৌরসভার অদক্ষতা ও উদাসিনতার কারনে ড্রেনের উপর স্লাবটি বারবার ভেঙ্গে পরলেও এইদিকে দিনাজপুর পৌরসভা কতৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই। এই স্লাযাবটি ৬মাসের ব্যবধানে ৪বার ভেঙ্গে পরে রেকর্ড সৃষ্টি করেছে। উপযুক্ত বালি, সিমেন্ট, খোয়া ও রড না ব্যবহার করায় বারবার এই স্লাবটি ভেঙ্গে পরে। স্লাবটির নিচে রয়েছে প্রকান্ড একটি ড্রেন যা দিয়ে শহরের বর্ষার জল নদী পথে বয়ে যায়। এমন গুরুত্বপূর্ন রাস্তাটি মাঝাডাঙ্গা ব্রীজ, রাজাপোড়া ঘাট ও রামনগর সড়কের সংযোগ স্থল। এনিয়ে দিনাজপুরের স্থানীয় অসংখ্যবার সংবাদ প্রকাশ হলেও এনিয়ে দিনাজপুর পৌরসভা কতৃপক্ষে কোন মাথা ব্যথা নেই বললেই চলে।

Spread the love