
আব্দুর রাজ্জাকঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আওয়ামী সরকারের আমলে দেশের প্রায় সকল মসজিদ-মাদ্রাসা-কবরস্থান শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যার ছোঁয়া পেয়েছে দিনাজপুরের প্রায় সকল মসজিদগুলোতে। তিনি আরও বলেন, বিএনপিসহ জামায়াত পস্থীরা নির্বাচনের আগে জনগণকে বিভ্রান্তি করতে তারা প্রচার করেছে, আওয়ামীলীগকে ভোট দেয়া যাবে না, ভোট দিলে মসজিদের আযান বন্ধ হয়ে যাবে। বিসমিল্লাহ উঠে যাবে। হুইপ বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে বিএনপি জামায়াত নিজেরাই আজ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পরেও তারা মিথ্যা বলা অব্যাহত রেখেছে। তিনি বিএনপি-জামাত জোটকে মিথ্যা বলা থেকে বিরত থাকার আহববান জানিয়ে বলেন. মিথ্যা বলা মহাপাপ এই কথাটি মেনে বিএনপি-জামাত সহ এদেশের সকল মানুষ যদি সত্য কথা বলে তাহলে আমাদের সমাজের অনেক সমস্যার এমনিতেই সমাধান হয়ে যাবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার এদেশের মসজিদ-মাদ্রাসা-কবরস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন ঘটিয়েছে এ রকম উন্নয়ন কোন সরকারই করেননি।
২৮ নভেম্বর শুক্রবার দিনাজপুর শহরের বড়বন্দরস্থ রেলবাজার জামে মসজিদের চারতলা নতুন ভবন ফাউন্ডেশন এর নির্মানকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রেলবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আফসার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, মসজিদ কমিটির ইদ্রিস আলী ইদন, দিনাজপুর শহর আওয়ামীলী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ, আওয়ামীলীগ নেতা বেলাল হোসেনসহ এলাকার বিভিন্ন স্তরের মুসল্লিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন।