
জিন্নাত হোসেন : দিনাজপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক. ছাত্রলীগ নেতা ও মেধাবী ছাত্র শহীদ অজয় রায় এর ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত।
১ ডিসেম্বর সোমবার দিনাজপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক. ছাত্রলীগ নেতা ও মেধাবী ছাত্র শহীদ অজয় রায় এর ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সরকারি কলেজ প্রাঙ্গনে শহীদ অজয় রায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও আসন্ন জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী সাবিবর আহাম্মেদ সুজন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইতরাত লতিফ সেতু, ছাত্রলীগ নেতা সাদনান বিন রতন, ওমর ফারুক, আমজাদ আলী সোহাগ, ফরিদ সোলায়মান, পদ্ম রায়, জয় প্রকাশ, ছোটা ফারুক, আলিম, নিপুন, রবিন, সঞ্জিব, পুলু, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
উল্লেখ্য ১৯৯১ সালের ২৫শে নভেম্বর দিনাজপুর সরকারি কলেজের কলা ভবনের সামনে শহীদ আজয় রায় তৎকালীন ছাত্রদলের সন্ত্রাসী হামলায় নির্মমভাবে আহত হন এবং ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।