বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের সীমান্ত ঘেঁষা জেলা হওয়াতে এই আইভি এইডস রোগে আমরা এখনও ঝুঁকির মধ্যে রয়েছে-পৌর মেয়র জাহাঙ্গীর আলম

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, লাইট হাউজের এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাংলাদেশে মডেল হিসেবে পরিচিতি লাভ করছে। সীমান্ত ঘেষা জেলা হওয়াতে আমরা এখনও ঝুঁকির মধ্যে রয়েছি।  এব্যাপারে নিজেকে সচেতন হতে হবে এবং সকলকে সচেতন করতে হবে।

গতকাল বুধবার লাইট হাউস দিনাজপুর ডিআইসি কার্যালয় পিএফটি প্রকল্প সহায়ক দলের সদস্যদের নিয়ে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিএফটি দলের সভাপতি হাফিজুল কাদের লাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ডিআইসি ম্যানেজার সফিউল আযম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিডিডিআরবি, ঢাকার সিনিয়র এমএন্ড ই অফিসার মহিতুল আজিম মিল্টন ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাসতুরা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, মেরিস্টোপ ক্লিনিকের ম্যানেজার এসএম ফজলে রাববী, ব্লাষ্টের এ্যাড. রাবেয়া, পুরহিত মিলন ঠাকুর, ইমাম আব্দুল বাসিত আলীসহ অন্যান্য পিএফটি সদস্যবৃন্দ। প্রকল্প সমন্ধে ও অর্জন নিয়ে আলোচনা করেন আউট রিচ সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান।

Spread the love