দিনাজপুর প্রতিনিধিঃ মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে বিজিবি।ফেন্সিডিলসহ আটক মাদক দ্রব্যর আনুমানিক মুল্য ২ লাখ ৫৩হাজার ৯শ টাকা।
বিজিবি জানায়, গত ২৩ ডিসেম্বর মধ্য রাতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ সামসুল হকের নেতৃত্বে একটি টহল দল কোতয়ালী থানার কুতুর বাজার নামক স্থানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা টহল দল সন্দেহভাজন এক যুবক সীমান্ত এলাকা থেকে মোটর সাইকেল যোগে বাংলাদেশের অভ্যমত্মরে আসার পরে গতিরোধ করে। পরে তাকে তল্লাশি করে তার নিকট থেকে ৩ বোতল ফেন্সিডিল, ১টি সীম, মোবাইল সেট, মোটর সাইকেল আটক করে। আটক ব্যক্তি সদর উপজেলার কালিতলার আজিজার রহমানের পুত্র মো: রাসেল(৩০)।
আটককৃত মাদকদ্রব্য, মোবাইল সেট এবং মোটর সাইকেলের আনুমানিক সিজার মুল্য ২,৫৩,৯০০/- (দুই লক্ষ তিপান্ন হাজার নয়শত) টাকা। গ্রেফতারকৃত আসামীকে ফেন্সিডিল, মোবাইল সেট ও মোটর সাইকেলসহ কোতয়ালী থানায় হসত্মামত্মর করা হয়েছে বলে বিজিবি জানায়।