
আব্দুর রাজ্জাকঃ
দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেভিল স্কুল এন্ড কলেজ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ শুক্রবার দেশের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র রামসাগরে বার্ষিক বনভোজনে সেভিল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ প্রফেসর পিয়ারউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে এক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য। এছাড়াও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. মিরাজুল ইসলাম মিরাজ’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, পরিচালনা কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর ফয়সল হাবিব সুমনসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ২ হাজার জনের অংশগ্রহনে দিনব্যাপী উক্ত বনভোজনে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।