রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের হিলিতে জুট মিলে অগ্নিকান্ড

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরের হিলি আরনু জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৫০লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় হাকিমপুর অগ্নিনির্বাপক কার্যালয় সংলগ্ন আরনু জুট মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

হাকিমপুর অগ্নিনির্বাপক দল চেষ্টা চালিয়ে সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

 

হাকিমপুর অগ্নিনির্বাপক সাব অফিসার মোঃ সোলেয়মান জানান, জুট মিলের প্রেসের মটরের সুইজের সটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখন পর্যন্ত নিরুপন করা সম্ভব হয়নি।

 

আরনু জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শেখ নুরুল ইসলাম জানান, অগ্নিকান্ডে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

 

হাকিমপুর থানার ওসি মোঃ মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

Spread the love