বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের হিলিতে প্রাইভেটকার দূর্ঘটনায় চালকসহ দুইজন দগ্ধ

রমেন বসাক, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের হিলিতে দূর্ঘটনা কবলিত প্রাইভেট কারে আগুন লেগে চালকসহ দু’জন দগ্ধ হয়েছেন। কারটি পুরোপুরি পুড়ে গেছে।

আহতরা হলেন, জয়পুরহাট জেলা সদরের হযরত আলীর ছেলে মাসুদ রানা (৩৫), একই এলাকার আব্দুল আজিজের ছেলে আপন (৩৪)।

বৃহস্পতিবার ভোররাতে হিলি বিরামপুর সড়কে হিলির বাসুদেবপুর ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, বৃহস্পতিবার ভোররাতে মাসুদ রানা ও আপন রংপুর থেকে প্রাইভেটকারে করে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। সে সময় হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের সামনে হিলি বিরামপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এতে প্রাইভেটকারটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গে কারটিতে আগুন লেগে যায়।

এ সময় বিজিবি সদস্যরা টের পেয়ে চালকসহ অপর যাত্রীকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা হাসপাতালে  ভর্তি করেন।  এই ঘটনায় প্রাইভেটকারটি সম্পন্ন পুড়ে গেছে।

Spread the love