
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকাল সাড়ে ৮ টায় বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা হিলি সীমান্তের নওপাড়া থেকে উদ্ধার করেন।
বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের নওপাড়া এলাকা থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় উক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়ছে।