শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরের হিলিতে ৯৯ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : হিলি সীমান্তের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনের সড়ক থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ আব্দুর রাজ্জাক (৩৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটক মোঃ আব্দুর রাজ্জাক হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নজীব উদ্দিনের ছেলে।

রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেলে রাখা ৯৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার শাহ আলম জানান, সকালে ক্যাম্পের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাবার সময়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার মোটরসাইকেলে তলস্নাশি চালিয়ে সিটের নিচে বিশেষ ব্যবস্থায় রাখা ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

Spread the love