দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমামেত্মর সাতকুড়ি থেকে ৩০ রাউন্ড পিসত্মলের গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে বাসুদেবপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এগুলি উদ্ধার করে।
বিজিবি-৩ হিলি বাসুদেবপুর বিওপির কমান্ডার সুবেদার বরকত আলী জানান, গতকাল বুধবার রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের নায়েক মোহাম্মদ হান্নানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল সাতকুড়ি রেল ক্রসিং থেকে ৭০০ গজ দক্ষিণ পার্শ্বের একটি মাঠে পরিত্যাক্ত অবস্থায় জেকেটের ভিতর থেকে ৩০ রাউন্ড পিসত্মলের গুলি উদ্ধার করে। এ সময় গুলি বহনকারী ২জন পালিয়ে গেলেও তাদের কাছ থেকে একটি চাবির থোকা ও একটি লাল ব্যাগ উদ্ধার করা হয়েছে।