দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে হিলি সীমান্তের কাকরাবালী এলাকার সড়ক থেকে ৩৬ বোতল ফেন্সিডিল বহনকালে আবদুর রশীদ (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আবদুর রশীদ নবাবগঞ্জ উপজেলার তিফুর গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি হিলি সিপি ক্যাম্পের টহল দল সকালে মাদকবিরোধী অভিযান চালিয়ে সীমামেত্মর কাকরাবালী সড়ক থেকে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কায়দায় আটকে রাখা অবস্থায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।