সংবাদ বিজ্ঞপ্তিতে : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কান্তজিউ রাস উৎসব ও পূজা উপলক্ষে দিনাজপুরের ৩ উপজেলা বুধ ও বৃহস্পতিবারের হরতালে অওতামুক্ত থাকবে। দিনাজপুরের সদর,কাহারোল ও বীরগঞ্জ উপজেলা হরতাল মুক্ত থাকবে বলে জানিয়েছে জামায়াত।
সোমবার সন্ধায় জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ এ তথ্য জানানো হয়। তবে জেলার অন্য ১০ উপজেলায় হরতাল বহাল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্র্রতিবাদে সারাদেশে হরতাল পালন করছে জামায়াত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ও ৬ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার দিনাজপুরের ৩ উপজেলা হরতালের আওতামুক্ত থাকবে। জেলার অন্যান্য উপজেলাতে হরতাল কর্মসূচি বহাল থাকবে।দিনাজপুর জেলা জামায়াতের প্রচার সম্পাদক এনামূল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, আগামী বুধ ও বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কান্তজিউ রাস মেলা ও পূজা।
এ উপলক্ষ্যে ওই দিনগুলোতে দিনাজপুরের কাহারোল, বীরগঞ্জ ও সদর উপজেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী।এছাড়াও দিনাজপুর জেলার অন্যান্য উপজেলা থেকে উক্ত রাস মেলা ও পূজায় আগতদের যানবাহনে কেবল বিশেষ ব্যানার ব্যবহার করলে সেটি হরতালের আওতামুক্ত থাকবে বলেও ঘোষণা দিয়েছে জেলা জামায়াত।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিনাজপুর জেলা জামায়াতের আমীর মো. আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারী এ্যাড. মাহাবুবুর রহমান ভূট্টো এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত ঘোষণা দেন। নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত ঘোষণা করেন বলে তাতে জানানো হয়