দিনাজপুরের ৪টি উপজেলার ১৯ হাজার ৯৮৭ জন নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফরম পূরণ করেছেন। বাড়ীতে বাড়ীতে তথ্য সংগ্রহকারীরা যাননি বলে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম পর্যায়ে দিনাজপুরের ৪টি উপজেলা দিনাজপুর সদর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটে ১৯ হাজার ৯৮৭ জন নতুন ভোটার হওয়ার জন্য আবেদন ফরম পূরণ করেছেন। এর মধ্যে ১০ হাজার ৮২৪ জন পুরুষ ও ৯ হাজার ১৬৩ জন মহিলা। জানা গেছে, দিনাজপুর সদর উপজেলায় ৭ হাজার ৫৮৮ জন, নবাবগঞ্জে ৭ হাজার ৫৮৩ জন, হাকিমপুরে ২ হাজার ১২৩ জন এবং ঘোড়াঘাটে ২ হাজার ৬৯৩ জন নতুন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেন। ২৬ মে থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত রেজিষ্ট্রেশন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম চলবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় পর্যায়ে ৫টি উপজেলা পার্বতীপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর, বিরামপুর ও বোচাগঞ্জে আগামী ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত নিয়োজিত কর্মীরা বাড়ীতে-বাড়ীতে গিয়ে নতুন ভোটারদের তালিকাভুক্তির তথ্য সংগ্রহ করবেন। এদিকে অভিযোগ পাওয়া গেছে তথ্য সংগ্রহকারীগণ প্রথম পর্যায়ে ৪টি উপজেলার অনেক বাড়ীতে গিয়ে তথ্য সংগ্রহ না করায় নতুন ভোটার তালিকা সংখ্যা কম হয়েছে। সঠিকভাবে তথ্যসংগ্রহকারীদের কাজের মনিটরিং না হওয়ায় বাদ পড়া নতুন ভোটারদের ভোগান্তির শিকার হতে হয়েছে।