
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে আব্দুস সামাদ এন্টারপ্রাইজ নামক মুরগীর খামারে অজ্ঞাত দুস্কৃতিকারীর দেয়া আগুনে ১হাজার মুরগী পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫লক্ষ ২৫হাজার টাকা।
দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের খানপুর কইতর পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রোববার দিবাগত ২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। সংবাদ পেয়ে রাতেই দিনাজপুর শহর থেকে অগ্নি-নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।
খামারের মালিক মোঃ মফিজ উদ্দিনের পুত্র মোঃ আব্দুস সামাদ করেন, বাড়ীর পার্শ্বেই মুরগীর খামারটি। খামারে যখন আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ে আমি ঘরের জানালা দিয়ে দেখতে পেয়ে ছুটে যাই। এ সময় সেখান থেকে পেট্রোলের গন্ধ পাওয়া যায়। মনে হয়েছে পরিকল্পিত ভাবে খামারটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।
দিনাজপুর অগ্নি-নির্বাপক ষ্টেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম অগ্নি-কান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।