
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ব্যাটারি চালিত ইজিবাইক-অটোবাইক বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা রিক্সা-ভ্যান চালক ইউনিয়ন।
রবিবার দুপুরে শহরের জোড়া ব্রীজ সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে রাসত্মা অবরোধ করে বিক্ষোভ ও মিছিল সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। অটোবাইক বন্ধ না হলে আগামী ২০ নভেম্বর দিনাজপুর পৌরসভা ঘেরাও কর্মসূচী ঘোষণা করে শ্রমিকরা। এর মধ্যে তাদের দাবী না মানলে কঠোর কর্মসূচীর ঘোষণা করা হবে বলে সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ করেই দিনাজপুর শহরসহ জেলার ১৩টি উপজেলায় ব্যাটারি চালিত রিক্সা, অটোবাইক, পাগলু’র সংখ্যা বেড়ে যায়। এতে করে বিভিন্ন সড়কের অধিকাংশ রাস্তা তাদের দখরে চলে গেছে। রাসত্মা সরম্ন হওয়ার ফলে রিক্সা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দিনাজপুর রিক্সা-ভ্যান চালক ইউনিয়ন গত ৪ মাস ধরে এসব অবৈধ অটোরিক্সা বন্ধের দাবি জানিয়ে আসছিল। চলতি বছরের ২৬ অক্টোবর ও সর্বশেষ চলতি নভেম্বর মাসের ৬ তারিখে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে রিক্সা-ভ্যান শ্রমিকরা। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ না নেয়নি। এতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে শ্রমিকরা।
বক্তারা আরো বলেন, হঠাৎ করেই গজিয়ে ওঠা এসব অবৈধ অটোবাইকের সংখ্যা দিনাজপুর পৌরসভা মেয়রের নিটক নেই। সরকার বিভিন্ন জেলায় আইনী প্রক্রিয়ায় ব্যাটারি চালিত অটোবাইক ভাংচুরসহ নিষিদ্ধ করলেও দিনাজপুরে এখনও কোন কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তারা বলেন, শহরে যত চাঁদাবাজি, দুঘর্টনা ঘটছে সব অটোবাইকের জন্যই ঘটছে। সরকার যেহেতু অটোবাইককে অবৈধ ঘোষণা করেছে, সেকারণে অটোবাইক বন্ধ না হলে আমরা আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার পৌরসভা ঘেরাও করা হবে। আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোতয়ালী থানা, মেয়রকে ৬ দফা দাবিসহ আমাদের ন্যার্য্য দাবী পেশ করেছি।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ তহিদুল ইসলাম সানু, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, শ্রমিক নেতা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। সমাবেশে রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রায় ৭ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।