
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শহরের অটো রাইস মিলে অগ্নিকান্ডে ৩লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের রাজবাড়ী কাটাপাড়া এলাকায় প্রগতি অটো মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রগতি অটো মিলের মালিক প্রশান্ত কুমার সাহা জানান, মিলের ভিতরে হঠাৎ ধোয়া দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়।
সংবাদ পেয়ে দিনাজপুর জেলা ফায়ার ষ্টেশনের একদল কর্মী চেষ্টা চালিয়ে দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর জেলা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়ন ষ্টেশন অফিসার মেহফুজ তানজিল জানান, মিলের বেল্ট এবং স্পীংএর ঘর্ষণের ফলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আনুমানিক ৩লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।