বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন শান্তিপূর্নভাবে অতিবাহিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনরি নেতৃত্বধীন ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন বুধবার অতিবাহিত হয়েছে।

অবরোধ শুরম্নর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে ৩ পুলিশসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অবরোধে দিনাজপুর থেকে দুরপাল্লর কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে অন্যান্য দিনের মত রিক্সা-ভ্যান চলাচল করেছে। সাধারণ মানুষের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে।

বুধবার সকাল থেকে ১৮ দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নিয়ে মিছিল, সভা-সমাবেশ করেছে। তবে গতকাল ১৮ দলের নেতাদের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে কম ছিল।

এদিকে নাশকতা ও সহিংসতা রোধে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।