
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শনিবার তৃতীয় দিনে গড়িয়েছে। হুইপের আন্তরিক প্রচেষ্টা অবশেষে রাতে শর্ত সাপেক্ষে ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক নেতারা।
পরিবহন ধর্মঘটের ফলে জেলার সকল অভ্যমত্মরীন ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারন যাত্রীরা। বুধবার বিকেলে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে মোটর পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়।
গত শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সাথে পরিবহন মালিক গ্রুপ ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে সম্মত হয় এবং ক্ষতিগ্রস্থ গাড়ীগুলো নিজ নিজ উদ্যোগে মেরামতের সিদ্ধান্ত গ্রহীত হয়। কিন্তু হাবিপ্রবির শিক্ষার্থীরা ওই বৈঠকে উপস্থিত না হওয়ায় শুক্রবারের বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারে রাজি হয়নি। ফলে ধর্মঘট অব্যাহত থাকে।
এর আগে হুইপ ইকবালুর রহিম হাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে আলাপ করে তাদের অবরোধ কর্মসূচী প্রত্যাহার ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে রাজি করান। কিন্তু পরিবহন মালিক গ্রুপ অফিসে বৈঠকে হাবিপ্রবির ছাত্ররা উপস্থিত না হওয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়নি।
শনিবার বেলা ১টায় দিনাজপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়নের সভাপতি এম রফিক’র সভাপতিত্বে বৈঠকে বসে। ওই বৈঠকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাবিব, সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ূম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলয়াস হোসেন মুন্না, দপ্তর সম্পাদক সাইফুর রাজ চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার বিকেল ৪টায় শহরের কালীতলা এলাকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩টি বাস ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মচারীদের ওপর হামলা চালায় মোটর শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে ক্ষতিসাধন করে। রাতে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এক জরম্নরি সভায় যাত্রীবাহী বাসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ওই রাতে হামলা ও বাস ভাংচুরের ঘটনায় উভয় পৃথক দু’টি মামলা দায়ের করে।
দিনাজপুর জেলা বাস মালিক গ্রম্নপের সাধারণ মোঃ ফিরোজ শাহ জানান, পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারটি পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ছেড়ে দিয়েছি। তারা যে সিদ্ধান্ত নিবে আমরা তা মেনে নিব। শনিবার রাতে মাননীয় হুইপ ইকবালুর রহিনের নেতৃত্বে আলোচনা ফলপ্রসু হওয়ায় উভয় পক্ষ কর্মসূচী প্রত্যাহার করে নেয়।