বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে অনুমোদনবিহীন ওষুধ কারখানায় র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল ও জরিমানা

Dinajpur Medicinমো: জিন্নাত হোসেন : দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় অনুমোদনবিহীন ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ওষুধ, বোতল, কর্ক, মোড়কসহ অন্যান্য যাবতীয় ওষুধের সরঞ্জামাদি জব্দ করেছে র‌্যাব। অনুমোদনবিহীন কারখানা পরিচালনার জন্য ওই কারখানার মালিককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দিনাজপুরের বড়বন্দর এলাকার দেবেশ চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদনবিহীন ওষুধ কারখানায় অভিযান চালায় র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সেখান থেকে বিপুল পরিমাণ ওষুধ ও ওষুধের সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব। ওষুধ তেরী ও প্যাকেটজাতকরনের কাগজপত্রাদি দেখাতে না পারায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানার মালিক দেবেশ চন্দ্র রায়কে ৮ মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদ–র রায় প্রদান করেন। দিনাজপুর র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মেজর খালিদ ইবনে হোসেন পিএসসি জানান, অনুমোদন না থাকায় সেখানে অভিযান চালিয়ে কারখানার মালামাল জব্দ করা হয়েছে।