বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে অনুষ্ঠিত হলো গ্রামীণফোন আনন্দ ভোজ

Gpমোঃ ইউসুফ, দিনাজপুর থেকেঃ দিনাজপুরে গ্রামীণ ফোন’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সকল টেলিকম ব্যবসায়ীদের নিয়ে আনন্দ ভোজ।

গত মঙ্গলবার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ জোড়াব্রীজ সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো গ্রামীণফোন কর্মকর্তা ও সকল টেলিকম ব্যবসায়ীদের নিয়ে এক আনন্দ ভোজ অনুষ্ঠান। দুপুরে গ্রামীণ ফোন আনন্দ ভোজ অনুষ্ঠানে দিনাজপুর সদর-বিরল-চিরিরবন্দর-বীরগঞ্জ-বোচাগঞ্জ ও কাহারোল উপজেলার সকল টেলিকম ব্যবসায়ীবৃন্দ এতে অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী টেলিকম ব্যবসায়ী বৃন্দ  গ্রামীণফোন কর্তৃপক্ষকে এ ধরনের অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানান। তারা অত্যন্ত খুশি ও আনন্দিত গ্রামীণফোনের সার্বিক কার্যক্রমের আতিথিয়তায় মুগ্ধ ব্যবসায়ীবৃন্দ। তারা বলেন, আগামী দিনে গ্রামীণ ফোন ও টেলিকম ব্যবসায়ীবৃন্দ যৌথভাবে বাংলাদেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোন দিনাজপুরের এরিয়া ম্যানেজার ইমাম আহমেদ, ডিস্টিবিউশন অপারেশন ম্যানেজার আনিসুল আশেকীন ও গ্রামীণ ফোন এর পরিবেশক মেসার্স মৌলভী ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোঃ শামীম কবিরসহ গ্রামীণ ফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।