দিনাজপুর প্রতিনিধি : গতকাল সোমবার দিনাজপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখা আয়োজিত প্রতিবারের মত এবারও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় শহরের একটি আভজাত চাইনিজ রেষ্টুরেন্টে। সমিতির সভাপতি অধ্যক্ষ ছফর আলী বার্ষিক বনভোজনে সাংগঠনিক আলোচনাকালে বলেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সমিতির প্রতিটি সদস্যের বিনোদনের প্রয়োজন রয়েছে। বনভোজন হচ্ছে বিনোদনের একটি মিলন মেলা। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোকারম হোসেন খান। উপস্থিত সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন, কোষাধ্যক্ষ মাহতাব আলী খান, ড. মনিরুজ্জামান চৌধুরী।
দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের বার্ষিক বনভোজন
Please follow and like us: