
সাহেব, দিনাজপুর ঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সুপ্রিম কোর্টের আইনজীবী আলহাজ্ব মুহাম্মদ নজিবর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক শোক বার্তায় বলেন, মরহুম নজিবর রহমান স্বাধীনতা পুর্ব থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আস্থাভাজন ব্যাক্তি ছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৫ সালে নজিবর রহমানকে দিনাজপুর জেলার গভর্ণর নির্বাচিত করেছিলেন। দিনাজপুর বাসীর একজন স্বাধীনতার স্বপক্ষের, বিশিষ্ঠ আইনজীবী ও সমাজসেবীকে হারালেন। যেই শুন্যতা আর পুরন হবে না। তিনি মরহুম নজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গত ১৪ জুন সোমবার রাত পৌনে ১১ টায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….. রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর । তিনি স্ত্রী, পুত্র সুপ্রিম কোর্টের আইনজীবি, সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, সেভরন ওয়েল কোম্পানির সিনিয়র অফিসার মোঃ আখলাকুর রহমান ও কন্যা জাকিয়া সুলতানাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।