দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান’র বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট্র দূর্নীতি মামলায় চার্জ গঠনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি এ্যাড. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক এ্যাড. আ ন ম হাবিবুল্লাহ’র নেতৃত্বে এক বিক্ষোভ বের হয়ে আদালত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম জেলা ইউনিট সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুল্লাহ, ফোরাম নেতা এ্যাড. আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমূখ।
মিছিল ও সমাবেশে আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মইনুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. আসির উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক একরামুল আমিন, আইনজীবী ফোরামের কোষাধ্যক্ষ এ্যাড. এমাম আলী, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল আজিম খোকন, দপ্তর সম্পাদক এ্যাড. রইস উদ্দীন, সিনিয়র আইনজীবী মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলহাজ্ব খয়রাত আলী, ফোরাম নেতা এ্যাড. ফিরোজ ইব্রাহিম, এ্যাড. মোঃ রিয়াজুল ইসলাম শাহ, এ্যাড. নিয়ামত, আব্দুল বাকী, এ্যাড. ফারুকসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন।