শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে নবাগত আইনজীবীবৃন্দের সংবর্ধনা

এফ. রহমান বাবু, দিনাজপুর : বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নবাগত বিজ্ঞ আইনজীবী বৃন্দের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩০ নভেম্বর রবিবার দুপুর আড়াইটায় আইনজীবী সমিতির ২য় তলার বর্ধিত নতুন ভবনের হলরম্নমে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নবাগত বিজ্ঞ আইনজীবীবৃন্দের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. পিপি মোঃ হামিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি ও প্রবীণ আইনজীবী এ্যাড. এম. আব্দুর রহিম। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ তোহার সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আজিজুল্ইসলাম জুগলু,জিপি এ্যাড. ওয়াহেদ আলী নবেল, সাবেক সভাপতি ও সাবেক এমপি এ্যাড. আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. নুরুজাহান জাহানী, এ্যাড. তাহেরুল ইসলাম, এ্যাড. সফিকুর রহমান, এ্যাড. আজিজুর রহমান, এ্যাড. শৈলেন কান্তি রায়, এ্যাড. দেলোয়ার হোসেন, এ্যাড. তরিকুল ইসলাম, এ্যাড. মোঃ লিটন।

উক্ত অনুষ্ঠানে নবাগত বিজ্ঞ আইনজীবীবৃন্দদের ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে এ্যাড. কামরম্নজ্জামান শামস্ বুলবুলের সার্বিক ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

Spread the love