
বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার ভোরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা জামে মসজিদ, দুপুর ২টা বিরল উপজেলা পরিষদ চত্বরে এবং বিকেল ৫টায় বিরল উপজেলার নিজামপুর গ্রামে তৃতীয় জানাজা’র পর মরহুমকে নিজামপুর পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। আওয়ামী লীগ নেতা ইসাহাক আলীর মৃত্যুতে সংসদের হুইপ ইকবালুর রহিম, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দিনাজপুর জেলা ও বিরল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বিরল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।