বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আগুনে পুড়ে হোটেল কর্মচারী মুত্যু

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে আগুনে পুড়ে মোঃ আইনুল ইসলাম (১৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে শহরের উপশহর এলাকায় ইসলামী হাসপাতালের সামনের ফুটপাতের সুলতানের হোটেলে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এতে আরো ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মৃত আইনুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার শেখপুরা নিশ্চিতপুর রেল লাইন বসিত্মর আব্দুল খালেকের ছেলে ও সুলতানের হোটেলের কর্মচারী।

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার একেএম মোর্শেদ জানান, হোটেলের উনুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পর পর আশপাশের অন্যান্য দোকানে দ্রম্নত আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্থ দোকানের মালিক আপেল সুলতান, হাসান ও সাইদুল ইসলামসহ অন্যান্য দোকান মালিকরা জানান, আগুনে তাদের পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ অগ্নিকান্ডের ঘটনায় এক হোটেল কর্মচারী নিহতের খবরটি নিশ্চিত করেছেন।

Spread the love