শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আঞ্চলিক প্রানিবিদ্যা অলিম্পিয়াড-২০১৫ অনুষ্ঠিত

এফ রহমান বাবু : দিনাজপুর সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগে রংপুর বিভাগীয় আঞ্চলিক প্রানিবিদ্যা অলিম্পিয়াড-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় অলিম্পিয়াডের উদ্বোধন করেন বাংলাদেশ প্রানিবিদ্যা অলিম্পিয়াড-১৫ এর আহবায়ক ও শিক্ষা মন্ত্রনালয়ের মহাপরিচালক (অবঃ) নায়েম প্রফেসর খান হাবিবুর রহমান। উক্ত অলিম্পিয়াডে রংপুর বিভাগীয় অঞ্চলের রংপুর কারমাইকেল কালেজ, গাইবান্ধা কলেজ, পঞ্চগড় মহিলা কলেজ, ঠাকুরগাও কলেজ, দিনাজপুর মহিলা কলেজ, দিনাজপুর ফুলবাড়ী কলেজ, লালমনিরহাট কলেজ, দিনাজপুর আদর্শ কলেজ, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ, কাহারোল মহিলা কলেজ, ফাসিলাডাঙ্গা কলেজ, নবাবগঞ্জ কলেজ, দেবীগঞ্জ কলেজ ও দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

 

অলিম্পিয়াড উদ্বোধনের পূর্বে প্রায় ৫ শতাধিক ছাত্রী-ছাত্রীর অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে।

 

র‌্যালী শেষে অলিম্পিয়াডে অংশ গ্রহনকারীদের দু’টো গ্রুপে ভাগ করে পরীক্ষা নেয় হয়। ‘ক’ গ্রপে উচ্চ মাধ্যমিক ও ‘খ’ গ্রুপে ডিগ্রী ও তদুর্ধ শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ‘ক’ গ্রুপ থেকে ২ জন ও ‘খ’ গ্রুপ থেকে ২ জন কে পুরস্কৃত করা হয়। এরা প্রানিবিদ্যা জাতীয় অলিম্পিয়াডে অংশ গ্রহন করবে।

 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রানিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রঘুনাথ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুর রহমান এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রানিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ছাইয়েদুল হক।

 

আগামী ২০১৫ সালের ১৭ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানিবিদ্যা বিভাগে সারাদেশের বিভিন্ন অঞ্চলের অলিম্পিয়াড এর বাছাইকৃতদের দ্বারা জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

 

Spread the love