শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আদিবাসী ইস্যু ও মানবাধিকার বিষয়ক সেমিনার

দিনাজপুর প্রতিনিধি : ‘‘পার্বত্য ও সমতল অঞ্চলের সকল আদিবাসী জাতি গোষ্ঠিকে তাদের ভাষা, শিল্প, সংস্কৃতি, জীবন ধারা, সতন্ত্র, সংরক্ষণ সহ সাংবিধানিক স্বীকৃতি দেয়া, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা এবং পৃথক মন্ত্রনালয় প্রতিষ্ঠার দাবীকে সামনে রেখে’’ গতকাল শনিবার নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) দিনাজপুরের আয়োজনে মাতাসাগর মান্ডলীক পালকীয় কেন্দ্রের হলরুমে আদিবাসী ইস্যু ও মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত হয়। এনডিএফ এর পরিচালক মিঃ ভিকটর লাকড়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিঃ স্টিফেন মুর্মু, নবরূপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ্, কসবা মিশনের ফাদার আলবেনুস টপ্য, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, এনডিএফ এর সভাপতি নির্মল সরেন। ধারণাপত্র পাঠ করেন প্রোগ্রাম সমন্বয়কারী রণজিৎ কুমার রায়। মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন এনটোটি এনএনদাশ, মোঃ শফিকুল ইসলাম, কেরাবিন হেমরম, আব্দুস সালাম, ভিকায়েল টুডু, ক্রিপ্টন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মেসমাউল সরকার। বক্তারা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, বাংলাদেশে বৃহত্তর বাঙ্গালী জনগোষ্ঠি ছাড়াও প্রায় ৩০ লক্ষ জনসংখ্যার ৫০টিরও অধিক আদিবাসী জনগোষ্ঠি মানুষ ৩৫টি অধিক জেলায় বসবাস করে আসছে। বর্তমানে আদিবাসীদের উপর অব্যাহতভাবে ঘটে চলছে সামাজিক নির্যাতন, জমি-জমা দখলের মহোৎসব, ভিটাবাড়ী থেকে উচ্ছেদ, প্রতারণা, সুদের ব্যবসা ও খুনসহ মর্মস্পর্শ ঘটনা ঘটছে। মানুষ হিসেবে মর্যাদাপূর্ণ জীবনের জন্য নূন্যতম মৌলিক অধিকার সহ বেঁচে থাকার জন্য রাষ্ট্র ও আদিবাসীদের মধ্যে যে সংহতি থাকা আবশ্যক তা কোনভাবেই বাংলাদেশের আদিবাসীরা নিশ্চিত হতে পারেনি। ফলে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতি ও মানবিক উন্নয়নসহ সর্বক্ষেত্রে আদিবাসীরা অবহেলিত ও বৈষম্যের স্বীকার। এখন আদিবাসীরা জাগতে শুরু করেছে। তাই আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় আদিবাসী বান্ধব প্রগতিশীল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সকল শক্তিকে আদিবাসীদের পাশে এসে দাঁড়াতে হবে।

Spread the love