
মোঃ ইউসুফ আলী ॥ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়ন পরিষদের নলিনী আশ্রয়ন প্রকল্পের পুকুরে ১০০০ রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসান ফেরদৌস সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, এফএ মোঃ নুর আলী সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আশরাফুল আলম। মৎস্য পোনা অবমুক্ত শেষে নলিনী আশ্রয়ন প্রকল্পের অফিস কক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্পের সকল সদস্যবৃন্দ অংশ নেন।